thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে সায়হাম কটন

২০১৭ অক্টোবর ২৪ ১৪:৪৪:৪৬
রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে সায়হাম কটন

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৬-২০১৭ অর্থবছরের ব্যবসায় রিজার্ভ থেকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সায়হাম কটনের পরিচালনা পর্ষদ। এছাড়া আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমলেও লভ্যাংশ ঘোষণার পরিমাণ বাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬-১৭ অর্থবছরে সায়হাম কটনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৬ টাকা। এর বিপরীতে কোম্পানির পর্ষদ ১২ শতাংশ হিসাবে প্রতিটি শেয়ারে ১.২০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে প্রতিটি শেয়ারে ১৪ পয়সা রিজার্ভ থেকে দিতে হবে।

১৪৮ কোটি ৭৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের সায়হাম কটনে ১১৩ কোটি ২১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে মুনাফার তুলনায় কম লভ্যাংশ দিয়ে এ রিজার্ভ সংরক্ষণ করা হয়েছে। যেখানে থেকে এ বছর ২ কোটি ৮ লাখ টাকা লভ্যাংশ আকারে প্রদান করা হবে।

এদিকে কোম্পানিটির ২০১৫-১৬ অর্থবছরে ইপিএস হয়েছিল ১.১০ টাকা। এর বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিল। এ হিসাবে ২০১৬-১৭ অর্থবছরে ইপিএস কমেছে ৬ পয়সা আর শেয়ারপ্রতি লভ্যাংশ ঘোষণা বেড়েছে ২০ পয়সা।

উল্লেখ্য সোমবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে সায়হাম কটনের শেয়ার দর রয়েছে ১৮.৯০ টাকায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর