thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘নির্বাচন কমিশনারের বক্তব্য অসাংবিধানিক’

২০১৩ নভেম্বর ০৭ ২০:২৯:০১
‘নির্বাচন কমিশনারের বক্তব্য অসাংবিধানিক’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন কমিশনারের বক্তব্যকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না’ নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার দুপুরে এমন বক্তব্য দিলে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রতিবাদ জানায় দলটি।

রফিকুল ইসলাম খান বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জামায়াতের নিবন্ধন অবৈধ’ মর্মে কমিশনের ওয়েবসাইটে নোটিশ দেওয়ার যে বক্তব্য শাহনেওয়াজ দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূত। তার জানা থাকা উচিত আপিল নিষ্পত্তির আগে কোনো মামলারই চূড়ান্ত নিষ্পত্তি হয় না। অতএব কোনো অবস্থাতেই সুপ্রীম কোর্টে নিষ্পত্তির আগে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ইসির এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ রাজনীতিরই প্রতিফলন ঘটেছে। সরকার জামায়াতকে বাইরে রেখে নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে, ইসির বক্তব্যে তার প্রকাশ ঘটেছে।’

রফিকুল ইসলাম বলেন, ‘সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী জামায়াত একটি সংবিধানসম্মত গণতান্ত্রিক রাজনৈতিক দল। ২০০৮ সালে জামায়াত যথাযথ আইন অনুসরণ করে নিবন্ধনের জন্য আবেদন করে। নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জামায়াতকে নিবন্ধন দেয়। কিন্তু বর্তমানে এসব বক্তব্য থেকে বোঝা যায়, আইনি বিষয় নয় রাজনৈতিকভাবে জামায়াতকে পর্যুদস্ত করাই তাদের মূল উদ্দেশ্য।’

এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ শীর্ষ নেতা।

(দিরিপোর্ট২৪/কাওসার/এনইডএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর