thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, ১ম পুরস্কারের নম্বর ০৭৭৩৯০৮

২০১৭ নভেম্বর ০১ ০৮:৪৩:২৭
প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, ১ম পুরস্কারের নম্বর ০৭৭৩৯০৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের ৮৯তম ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে প্রাইজবন্ডের এ ড্র অনুষ্ঠিত হয়।

এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৭৭৩৯০৮। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৯টি সিরিজ যথা—কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল এবং খশ এই ড্রর আওতাভুক্ত। উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

প৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৭৪২০১১। ১ লাখ টাকার দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৭২২৩০৭ ও ০৭৬৭২৯১। ৫০ হাজার টাকার দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০৪১৫২৭৭ ও ০৮১৫৭১৯। ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর ০০৬৬০৫৭, ০২৮৬৫৬১, ০৪৭২৬৪২, ০৬৩১৬৬৪, ০৭৯১২২৭, ০০৮৩৯৮০, ০৩০১৬৫০, ০৪৭৮০৭৭, ০৬৪১৫৭৫, ০৮৩০৬৩৪, ০০৯৮৩৫৬, ০৩০৯৮৭৮, ০৪৮৭২৯৬, ০৬৪৮২৬৭, ০৮০৬৬৫৫, ০১৪৭৮৫৬, ০৩৫০৮৪৯, ০৫৩৪৮০০, ০৭০৬৫৮২, ০৮০৯৫৩৩, ০১৪৭৮৯৪, ০৪২১৩১৬, ০৫৫২৮৬৪, ০৭১২১২১, ০৮৫৫৬৩৪, ০১৫০২০৭, ০৪৪৮৬৪৫, ০৫৫৭৩৮৪, ০৭৫৫১৬১, ০৯৩৯৫৮৮, ০২২৩৬৯৯, ০৪৫২৬৪৬, ০৬০৪৯৮০, ০৭৭৭১৪৯, ০৯৪৩৭১৫, ০২৪৮০৫২, ০৪৫৪৪৮৭, ০৬১৯০১৪, ০৭৯০৭৭৫ ও ০৯৭৮৩৭৮।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর