thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সোহরাওয়ার্দীতে শুক্রবার ইসলামী আন্দোলনের

২০১৩ নভেম্বর ০৭ ২০:৩৮:১৯
সোহরাওয়ার্দীতে শুক্রবার ইসলামী আন্দোলনের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বাদ জুমা জনসভা করবে ইসলামী আন্দোলন। জাতীয় সংকট নিরসনে- দুর্নীতি এবং সন্ত্রাস নির্মূল করে সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ জনসভা করবে ধর্মভিত্তিক দলটি।

সংগঠনটির ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সমাবেশের বিষয়ে দিরিপোর্ট২৪কে এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘জনসভা করার জন্য ইতোমধ্যে প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে। আশা করছি শুক্রবারের জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। তবে, প্রশাসনের পক্ষ থেকে দেরিতে অনুমতি পাওয়ায় আমাদের একটু বিড়ম্বনার শিকার হতে হয়েছে।’

(দিরিপোর্ট২৪/কেএস/আইজেকে/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর