thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আয়কর মেলা : দ্বিতীয় দিনে আদায় ৫৪৩ কোটি টাকা

২০১৭ নভেম্বর ০২ ২০:৪৭:০৬
আয়কর মেলা : দ্বিতীয় দিনে আদায় ৫৪৩ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) সারাদেশে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকার কর রাজস্ব আহরণ হয়েছে। এ দিন মেলা থেকে এক লাখ ৫৩ হাজার ২৮৭ জন করসেবা নেন।

বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ঢাকায় করমেলায় মন্ত্রী, সংসদ সদস্য ও আইটি বিশেষজ্ঞদের ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়েছে। দ্বিতীয় দিনে মেলায় এটি বাড়তি আকর্ষণ যোগ করে।

মেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া কৃযিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কাজী রোজী এমপি, বেসিস সভাপতি মোস্তফা জব্বার ট্যাক্স কার্ড গ্রহণ করেন। মেলায় তাৎক্ষণিক এই কার্ড প্রদান করায় তারা সন্তোয প্রকাশ করেন।

দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

দ্বিতীয় দিন ঢাকাসহ ৫০টি জেলা ও ৭টি উপজেলাসহ ৫৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে করসেবা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর