thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আয়কর মেলার ৬ষ্ঠ দিনে কর আদায় ৩১৭ কোটি টাকা

২০১৭ নভেম্বর ০৭ ১০:৩৯:০৪
আয়কর মেলার ৬ষ্ঠ দিনে কর আদায় ৩১৭ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৩১৭ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ২৭৮ টাকার কর আদায় হয়েছে। এ আদায় ২০১৬ সালের তুলনায় ৭ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৩৭২ টাকা বেশি।

সোমবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত চলা আয়কর মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৫৭ হাজার ৪৩৭ জন করদাতা। করসংক্রান্ত সেবা নিয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৭ জন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর জানায়, সোমবার ঢাকাসহ সারা দেশে করদাতা ও সেবাগ্রহীতাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল মুখর। সকাল ৮টা থেকে বুথে করদাতা থাকা পর্যন্ত সেবা দেওয়া হয়। রিটার্ন জমা দিয়ে আইডি কার্ড নিতে করদাতাদের লাইন মেলা ছাড়িয়ে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। এনিয়ে গত ৬ দিনে সারা দেশে দুই লাখ ৬৯ হাজার ১৫৪টি রিটার্ন দাখিল হয়েছে। আর ১ হাজার ৭৯১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৩১০ টাকার কর আদায় হয়েছে। এ ছাড়া সেবা নিয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯০ মানুষ।

গত বছর আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৩১০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯০৬ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ২৮ হাজার ৮৬৩ জন। সেবা নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজার ১৭৮ জন। সে হিসাবে এ বছর আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৭ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৩৭২ টাকা বেশি কর আদায় হয়েছে।

এ বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলা শহরে চার দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় দুই দিন এবং ৭১টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমবারের মতো করদাতাদের এবার ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড ও ট্যাক্সপেয়ার স্টিকার দেওয়া হচ্ছে। মেলায় ১০টি বুথ থেকে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। আর ১০২টি বুথ থেকে করসেবা দেওয়া হচ্ছে। আয়করসংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে এই মেলায়।

সোমবার রাত ৮টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও করদাতাদের অতিরিক্ত ভিড় থাকায় রাত ১০টা পর্যন্ত আয়কর নেওয়া হয়। একইভাবে মঙ্গলবারও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে ছুটির দিন শনিবার (৪ নভেম্বর) মেলায় আয়কর দেওয়ার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়। সেদিন বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত আয়কর নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর