thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ডিএসইতে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

২০১৭ নভেম্বর ১৫ ১৯:২৯:৪২
ডিএসইতে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার শেয়ারের মূল্যসূচক কমছে। তবে এদিন লেনেদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬২৩৫ দশমিক ৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট কমে ২২৭০ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৩৬৯.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার মূল্য।

বুধবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির ২০ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫৭৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৮৮৩ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৫ টাকা।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-

স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক লি., এফএএস ফাইন্যান্স, শাহজালাল ইসলামি ব্যাংক লি., গ্রামীণ ফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক লি. ও কনফিডেন্ট সিমেন্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-

ইস্টার্ন ক্যাবলস, বিডি থাই, মার্কেন্টাইল ইন্সুরেন্স, আরএসআরএম স্টিল, ফার্মা এইড, মুন্নু সিরামিকস্, আমরা টেকনোলজি, রেনেটা লি., আমান ফীডস্ ও সেন্ট্রাল ফার্মা।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-

রহিম টেক্সটাইল, আইএসএন লি., ইনটেক লি., ইউনাইটেড ইন্সুরেন্স, মিথুন নিটিং, ওয়াইম্যাক্স, সায়হাম কটন, ইমাম বাটন, জুট স্পিনার্স ও সমতা লেদার।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর