thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

চৌমুহনীতে আইডিএলসির ৩৬তম শাখা উদ্বোধন

২০১৭ নভেম্বর ১৬ ২০:৫১:৫৪
চৌমুহনীতে আইডিএলসির ৩৬তম শাখা উদ্বোধন

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের সর্ববৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর ৩৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার নোয়াখালীর চৌমুহনীতে এই শাখার উদ্বোধন করা হয়।

দেশের প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দিতে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি নিয়ে আইডিএলসির ৩৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আইডিএলসির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘নোয়াখালীর অর্থনৈতিক উন্নয়ন দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অগ্রগামী এবং দায়িত্ববান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব এ অঞ্চলের মানুষকে তাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা। আরো উন্নত সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে আইডিএলসির নতুন শাখা স্থাপিত হয়েছে।’

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান বলেছেন, ‘দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসির উদ্দেশ্য দেশবাসীর কাছে সর্বোত্তম ও উন্নততর আর্থিক সেবা পৌঁছে দেওয়া।সেই প্রতিশ্রুতি নিয়ে নোয়াখালীর মানুষের জন্য আমরা আমাদের নতুন শাখার উদ্বোধন করেছি।আমরা বিশ্বাস করি নোয়াখালীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমরা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সফল হবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সফল ব্যবসায়ী্দের আইডিএলসি সম্মাননা প্রদান করে এবং আইডিএলসির উদ্যোগে এ সকল উদ্যোক্তার সফলতার গল্প বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়। আইডিএলসি বিশ্বাস করে এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে যা দেশকে উজ্জ্বল আগামীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের সর্ববৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯,৬০০ কোটিরও অধিক এবং এ বছর সেপ্টেম্বর পর্যন্ত আইডিএলসির কর পরবর্তী আয় প্রায় ১৮০.৯ কোটি টাকা। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আছে এসএমই লোন, হোম ও কার লোন এবং ডিপোজিট।আইডিএলসির ৩৬টি শাখায় বর্তমানে প্রায় ১৪০০ মানুষ কর্মরত আছেন। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আছে আরো তিনটি সাবসিডিয়ারি কোম্পানি- আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস ও আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট। ১৯৯৩ সালে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড স্টকমার্কেটে তালিকাভুক্ত হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর