thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডিএসইতে হল্টেড ইষ্টার্ন ক্যাবলস ও প্যারামাউন্ট টেক্সটাইল

২০১৭ নভেম্বর ২১ ১৩:৩১:১৩
ডিএসইতে হল্টেড ইষ্টার্ন ক্যাবলস ও প্যারামাউন্ট টেক্সটাইল

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২১ নভেম্বর) লেনদেনের ২ ঘণ্টার মধ্যে ইষ্টার্ন ক্যাবলস ও প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে।

এতে দুটি কোম্পানি শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইষ্টার্ন ক্যাবলসের শেয়ার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৫১ হাজার ৯২৯টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২১৮ টাকা ৯০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯৯ টাকা।

এদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার বেলা ১২টা ২১মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৪ লাখ ৩২ হাজার ৪৯২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৩৬ টাকা ৪০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর