thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

খালেদাকে নির্বাচন বয়কট না করতে ইইউর অনুরোধ

২০১৩ নভেম্বর ০৭ ২১:৩৯:০৯
খালেদাকে নির্বাচন বয়কট না করতে ইইউর অনুরোধ

দিরিপোর্ট ২৪ প্রতিবেদক: নির্বাচন বয়কট না করতে বিরোধীদলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল।

বিরোধীদলীয় নেতার গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরি এসময় বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে বয়কট করার কোন প্রশ্নই আসে না।

সংবাদ সম্মেলনে উইলিয়াম হান্না বলেন, ইউরোপিয় ইউনিয়ন প্রত্যাশা করে, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দল অবিলম্বে সংলাপে বসে রাজনৈতিকভাবেই সমস্যা সমাধানের পথ বের করবে।

হান্না বলেন, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ইউরোপিয় ইউনিয়ন অতীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সহযোগিতা করেছে, আগামীতেও তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দুই পক্ষকেই উৎসাহিত করেছি। আমরা নির্বাচন কমিশনকে কারিগরি সহযোগিতা দেয়া অব্যাহত রাখবো। নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এমন একটি টেকসই নির্বাচন আশা করি যা সকল রাজনৈতিক দলের কাছে গ্রহনযোগ্য হবে।

হান্না বলেন, আজ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে দেয়া বার্তায় আমরা বলেছি, তিনি যেন আগামী নির্বাচন বয়কট না করেন এবং জনজীবন বাধাগ্রস্ত না করেন। আমরা সংলাপের বিষয়ে বিরোধী দলকে উৎসাহিত করেছি। আমরা বিরোধী দল এবং তাদের শরিকদের নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী সংঘাত এড়ানোর বিষয়ে জোর দিয়েছি।

হান্না বলেন, হরতাল বাংলাদেশের উন্নয়ন এবং হতদরিদ্র মানুষের জীবনযাত্রা ব্যাহত করে। এজন্য আগামীতে হরতাল না দেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী জানান, খালেদা জিয়া বৈঠকে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের আশ্বাষ দিয়েছেন যে, বিএনপি সংলাপের জন্য প্রস্তুত। সংকট নিরসনে ব্যাবসায়ীরা দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক করার যে প্রস্তাব দিয়েছেন তা সমর্থন করে বিএনপি। এখন সরকার দিনক্ষণ ঠিক করলেই আলোচনা হতে পারে।

তিনি বলেন, খালেদা জিয়া সকল ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে সকল নাগরিকের নিরপত্তা নিশ্চিত করার বিষয়ে বিএনপি আন্তরিক। হরতাল না দেয়ার প্রসঙ্গে বেগম জিয়া বলেছেন, জনগনের গণতান্ত্রিক দাবি আদায়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করবে। দাবি আদায়ে শান্তিপূর্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ডেনমার্ক, সুইডেন, ইতালি, স্পেন, বৃটেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও জার্মানির রাষ্ট্রদূত।

(দিরিপোর্ট ২৪ /এমএইচ / এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর