thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঢাকার উত্তরে উপনির্বাচন ফেব্রুয়ারিতে

২০১৭ ডিসেম্বর ০৩ ১৫:৪৩:৫৮
ঢাকার উত্তরে উপনির্বাচন ফেব্রুয়ারিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন ফেব্রুয়ারিতে। মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশন কার্যালয়ে রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এরপর প্রায় সাড়ে তিন মাস লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল শনিবার তার দাফন সম্পন্ন হয়েছে। আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর