thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এসআইবিএল ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে

২০১৭ ডিসেম্বর ০৫ ১৩:৫৫:৩৫
এসআইবিএল ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এটি হবে থার্ড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।

ডিএসই জানিয়েছে, সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সাত বছরের জন্য ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এ বন্ড কিনতে কমপেক্ষ এক কোটি টাকার আবেদন করতে হবে।

সোস্যাল ইসলামী ব্যাংকের ছয় মাস মেয়াদি মুদারাবা আমানতের মুনাফর সঙ্গে আর দুই শতাংশ যোগ করে বন্ডটির মুনাফার হার নির্ধারণ করা হবে। অর্ধবছর ভিত্তিতে মুনাফা বিতরণ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর