thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘পাকিস্তানের জন্য খালেদা জিয়ার ৭ নভেম্বর পালন’

২০১৩ নভেম্বর ০৭ ২১:৫৩:০৬
‘পাকিস্তানের জন্য খালেদা জিয়ার ৭ নভেম্বর পালন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সমালোচনা করে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘ওই দিন ছিল সেনাবাহিনীতে পাকিস্তানপন্থীদের একটি বিপ্লবের দিন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানের চর তারাই ওই দিন হত্যাযজ্ঞে মেতেছিল।’

তিনি আরো বলেন, ‘যারা এই দিবস পালন করে তারা পাকিস্তানপন্থী। খালেদা জিয়া পাকিস্তানের জন্য দিবসটি পালন করেন।’

জাতীয় সংসদে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এ কথা বলেন আ স ম ফিরোজ। তিনি দিনটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রের দিন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে দিনটি পালন করে। বিএনপি ক্ষমতায় থাকায় দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করলেও আওয়ামী লীগ এসে তা বাতিল করে।

(দিরিপোর্ট২৪/রাজু-রানা/আইজেকে/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর