thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

রাঙ্গুনিয়ায় পাহাড় ধস, শিশুসহ নিহত ৩

২০১৭ ডিসেম্বর ৩০ ১৯:৫২:৩৮
রাঙ্গুনিয়ায় পাহাড় ধস, শিশুসহ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে এক শিশু ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় ফয়েজ আহমদের ছেলে দিদারুল আলম (৩২), সদর আলীর ছেলে আমীর আলী (৩৩) ও বাচা মিয়ার ছেলে মো. রাকিব (১১)। দিদার ও আমীর আলী মাটি কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এসময় বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। প্রাথমিকভাবে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় পাহাড়ধসে তিনজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে পাহাড় কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৩৪ জনের মতো প্রাণহানি ঘটে। এর মধ্যে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নিহত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর