thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সাকিবও ফিরলেন সাজ ঘরে

২০১৮ জানুয়ারি ১৫ ১৭:৫৩:১৮
সাকিবও ফিরলেন সাজ ঘরে

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৫ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন এনামুল হক বিজয়। সময়ের হিসাবে প্রায় ৩৪ মাস পর। কাইল জার্ভিসের করা প্রথম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে তাঁর শুরুটাও ছিল বেশ আশাজাগানিয়া। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। চতুর্থ ওভারে সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন বাংলাদেশের এ ওপেনার। এক শ পেরোনোর পর ফিরেছে সাকিবও। ১৭১ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ২ উইকেটে ১০৮ রান করেছে।

ব্যাট করছিলেন তামিম ইকবাল (৪০*) এবং মুশফিকুর রহিম (০*)। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েছেন সাকিব-তামিম। এর আগে ৪ বাউন্ডারিতে ১৪ বলে ১৯ রানের স্বল্পমেয়াদি ইনিংস খেলেন এনামুল। স্বল্প রানের টার্গেটে খেলতে নেমে তাঁর অর্ধৈয ব্যাটিং দর্শকদের হতাশ করেছে।

এনামুল তাঁর ওয়ানডে ক্যারিয়ারে সর্বশেষ ফিফটির মুখ দেখেছিলেন ২০১৪ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পাননি মাত্র ৫ রানের জন্য। এরপর টানা ছয় ইনিংস তাঁর ব্যাটে কোনো বড় রান নেই।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৫, ২০১৮

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর