thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

এআর রহমান বলে কথা

২০১৩ নভেম্বর ০৭ ২২:১৬:২৮
এআর রহমান বলে কথা

দিরিপোর্ট২৪ ডেস্ক : অস্কারজয়ী ভারতের বিখ্যাত মিউজিক কম্পোজার এআর রহমানের নামে কানাডার টরেন্টো শহরের কাছে একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

ওন্টারিওর মরখমে রাস্তার নতুন নামকরণ করা হয় ‘আল্লাহ-রাখা রহমান স্ট্রিট’ নামে।

রহমান তার টুইটারে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘আমার রাস্তায় আপনাদেরকে স্বাগতম!’ (মরখাম, কানাডা)

মোজার্ট অফ ম্যাড্যাস এবং ইসাই পয়ারের মতো উপাধিতে ভূষিত হয়েছেন ভারতীয় এ কম্পোজার। ১৯৯২ সালে মনিরত্নম পরিচালিত ‘রোজা’ ছবির মাধ্যমে তার মিউজিক ক্যারিয়ার শুরু।

২০০৯ সালে ‘স্ল্যামডগ মিলিনিয়াম’ ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে অস্কার পুরস্কার পান। এছাড়াও তার পুরো সঙ্গীত পরিচালনার জীবনে একটি বিএফটিএ, একটি গোল্ডেন গ্লোব এবং দুটি গ্রামি এওয়ার্ড রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/কেএম/জেএম/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর