thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহীর মৃত্যু

২০১৮ জানুয়ারি ২৫ ১২:২৫:২২
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধ: চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে উল্টোপথে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মন্টি চৌধুরী (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

বন্দরনগরীর জিইসি মোড়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টি চৌধুরী (২৭) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর মৃণ্ময় চৌধুরীর ছেলে।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, কভার্ডভ্যানটি লালখান বাজার থেকে মুরাদপুর যাওয়ার সময় উল্টো দিকে উঠে যায়। আর প্রাইভেটকারটি মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল।

জিইসি মোড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মন্টির লাশ শনাক্ত করে।

তিনি জানান, দুর্ঘটনার পর কভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে যায়। প্রাইভেটকারে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, তার সূত্র ধরে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত অমিতকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর