thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৫ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

চট্টগ্রামে নারীকে গুলি করে হত্যায় মৃত্যুদণ্ড

২০১৮ জানুয়ারি ৩০ ১৩:১৯:০৯
চট্টগ্রামে নারীকে গুলি করে হত্যায় মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী নারীকে গুলি করে হত্যার ঘটনায় আবদুর সবুর নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক নয় আসামিকে এ মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন।

খলিলুর রহমান নামে আরেক আসামি মামলা চলাকালে মারা যাওয়ায় তার নামও বাদ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুল আহসান জানান।

গত দুই বছরে নয়জন সাক্ষীর বক্তব্য শুনে বিচারক মঙ্গলবার রায় ঘোষণা করেন বলে আইনজীবী নুরুল আহসান জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝির পাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে তার প্রতিবেশী মোজাহের আহমেদের বাড়িতে হামলা চালান।

সবুর ওই বাড়িতে গিয়ে মোজাহেরের ভাগ্নে মফিজকে মারতে উদ্যত হলে সে ভয়ে ভেতরে ঢুকে যায়। মোজাহের ও তার স্ত্রী দিলোয়ারা বেগম তখন সামনে এগিয়ে আসেন। আসামি সবুর মোজাহেরের দিকে গুলি ছুড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই ঘটনায় মোজাহের বাঁশখালী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১০ অক্টোবর ১১ আসামিকে অভিযুক্ত করে আদালত বিচার শুরু করে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর