thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১১:৪৯:১৬
রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের বীমা খাতের তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেষ হওয়া বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৮ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪.৫৩ টাকা। সেই হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৭৫ টাকা বা ১৬.৫৫ শতাংশ।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০১৭ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৪.৬৩ টাকা ও শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.২০ টাকা।

ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন অনুমোদনে আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় লেক শোর হোটেলে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ১২ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর