thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ডিফোর রেকর্ড ম্যাচে নকআউটে টটেনহ্যাম

২০১৩ নভেম্বর ০৮ ১১:৫৭:৩৮
ডিফোর রেকর্ড ম্যাচে নকআউটে টটেনহ্যাম

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইউরোপা লিগের নকআউট পর্বে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার তারা ২-১ গোলে জিতেছে শেরিফের বিপক্ষে।

আর্জেন্টাইন লামেলা ও ইংলিশম্যান ডিফোর গোলে ঘরের মাঠে প্রতিযোগিতার শীর্ষ ৩২-এ ওঠার টিকিট নিশ্চিত করেছে তারা। আর স্পট কিক থেকে প্রতিপক্ষের জালে একবার বল জড়িয়ে রেকর্ড করেছেন জারমেইন ডিফো। ক্লাবের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

একই ক্লাবের বিপক্ষে গোল করে রেকর্ড গড়েছিলেন মার্টিন চিভার্স। পেনাল্টি থেকে গোল করার মধ্য দিয়ে মার্টিনকে স্পর্শ করলেন ডিফো। ক্লাবের রেকর্ড খাতায় উভয়ের গোলসংখ্যা দাঁড়ালো ২৩-এ।

শুধু রেকর্ড নয়, দীর্ঘদিন পর আরেকটি স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে টটেনহ্যাম। ১৯৮৪ সালে উয়েফা কাপ জয়ের পর আবারো শিরোপা জেতার স্বপ্ন দেখছে কোচ আন্দ্রে ভিলাস-বোয়েসের দল।

খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। তবে বিরতির ১৫ মিনিটে গোলের দেখা পায় টটেনহ্যাম। দলের পক্ষে প্রথমবারের মতো গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলা।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার পর সফরকারীদের ওপর আরও আধিপত্য বিস্তার করে খেলে টটেনহ্যাম। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডিফো। শেষ পর‌্যন্ত জয় না পেলেও ব্যবধান কমায় শেরিফ। গোল করেন ইসমাইল ইসা।

(দিরিপোর্ট২৪/সিজি/এএস/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর