thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

‘আদালতের আদেশে আমরা ব্যথিত, দেশবাসী মর্মাহত’

২০১৮ মার্চ ১৪ ১১:৩৩:১৩
‘আদালতের আদেশে আমরা ব্যথিত, দেশবাসী মর্মাহত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আগামী রবিবার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন।

বুধবার (১৪ মার্চ) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের পর খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘আদালতের এ আদেশে আমরা ব্যথিত এবং দেশবাসী মর্মাহত’।

তিনি আরও বলেন, অতীতে এ ধরনের কোনো আদেশ দেয়া হয়নি। এ আদেশের ফলে সারা দেশের মানুষের আদালত সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে।

এর আগে গত সোমবার এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাবেক এ প্রধানমন্ত্রী গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর