thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ান নাগরিক রিমান্ডে

২০১৮ মার্চ ৩১ ১৮:৪৩:২২
সিলেটে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ান নাগরিক রিমান্ডে

সিলেট প্রতিনিধি: সিলেটে এক অধ্যাপকের সঙ্গে প্রতারণা করে সাড়ে ৫ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় নাইজেরিয়ান নাগরিক ডোনাটাস ইমেকা উনিজিউয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার শাহপরান থানা পুলিশ গ্রেফতার ওই নাইজেরিয়ানকে আদালতে হাজির করলে সিলেট মহানগর প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমেরিকায় এক সেমিনারে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার কথা বলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারুক মিয়ার কাছ থেকে ৫ হাজার ডলার হাতিয়ে নেন এই নাইজেরিয়ান। এই ঘটনায় সিলেটের শাহপরান থানায় প্রতারণা মামলা করেন তিনি।

বৃহস্পতিবার রাতে সিলেট থেকে পালিয়ে ঢাকা যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে পুলিশ আটক করে। এসময় তার কাছ থেকে একটি জাল ডলার তৈরির মেশিন উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

সিলেট এর সর্বশেষ খবর

সিলেট - এর সব খবর