thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ইউএস বাংলা দুর্ঘটনা : বীমার ৭ লাখ ডলারের চেক হস্তান্তর

২০১৮ এপ্রিল ০২ ০৯:২৫:০৮
ইউএস বাংলা দুর্ঘটনা : বীমার ৭ লাখ ডলারের চেক হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বীমা বাবদ ৭ লাখ ডলারের চেক হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন(এসবিসি)।

রবিবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর এসবিসি কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের কাছে হস্তান্তর করেন এসবিসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়াত উল ইসলাম।

পুনঃবীমা বাবদ ৭০ লাখ ডলারের মধ্যে নিজেদের অংশের টাকা পরিশোধ করলো এসবিসি।

চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন এসবিসি ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনসহ এসবিসি এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৭০ লাখ ডলারের বাকি বিমার টাকার মধ্যে আর ৭ লাখ ডলার সমপরিমাণ অর্থ দিবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং বাকি ৫৬ লাখ ডলার অর্থ দিচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি কেএম দাস্তুর।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার মোট ১০ কোটি মার্কিন ডলারের দুটি বীমা করে।

এর মধ্যে বিমানের জন্য মোট ৭০ লাখ ডলার বীমা করা হয়। আর বাকি ৩০ লাখ ডলারের বীমা করা হয় যাত্রী, কেবিন ক্রু এবং পাইলটের জন্য।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর