thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

মিরপুরে কারখানার আগুনে দগ্ধ আল-আমিনের মৃত্যু

২০১৮ এপ্রিল ০৩ ০৯:২০:৫১
মিরপুরে কারখানার আগুনে দগ্ধ আল-আমিনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ার পোশাক কারখানায় আগুন লেগে দগ্ধ তিনজনের মধ্যে আল-আমিন (১৯) নামে আরও একজন মারা গেছেন।

সোমবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কাজীপাড়ার পোশাক কারখানায় আগুন লেগে দগ্ধ আল-আমিন নামে আরও একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সাদিক এমব্রয়েডারি নামে ওই কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হন। এ ঘটনার একদিন পর মাইনুদ্দিন (২২) নামে একজন মারা যান।

চিকিৎকরা জানিয়েছেন, এ ঘটনায় অপর দগ্ধ মাসুমের (২১) অবস্থা আশঙ্কাজনক। মাইনুদ্দিন, আল-আমিন ও মাসুমের যথাক্রমে ৮৩, ৭৫ ও ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর