thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ঢাকা-কলকাতা কনটেইনার ট্রেন চালু

২০১৮ এপ্রিল ০৩ ২০:১১:৫৮
ঢাকা-কলকাতা কনটেইনার ট্রেন চালু

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকা-কলকাতা পথে কনটেইনার ট্রেন চালু হয়েছে। প্রথমবারের মতো পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে এই ট্রেন।

মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় চালক অধীপ আইচ এবং গার্ড বিনয় কুমার ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।

এসময় পূর্ব-রেলের জেনারেল ম্যানেজার হরীন্দ্র রাও, কন্টেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকর) কর্মকর্তা কল্যাণ রামা, মানসী ব্যানার্জি, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপত্রসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনটি পশ্চিমবঙ্গের গেদে সীমান্তপথে দর্শনা হয়ে বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল বুধবার ট্রেনটি বঙ্গবন্ধু সেতু স্টেশনে (পশ্চিম) গ্রহণ করবেন।

হরীন্দ্র রাও বলেন, ট্রেনের ত্রিশটি রেকে ৬০টি কনটেইনার রয়েছে। সীমান্তে এর ইঞ্জিন বদল হবে না। রাণাঘাটে কিছু সময় যাত্রা বিরতির পর নদীয়া গেদে সীমান্ত হয়ে বাংলাদেশের দর্শনা হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে এই ট্রেন।

ওই কর্মকর্তা আরও বলেন, পরীক্ষামূলক যাত্রা সফল হলে আগামীতে নিয়মিত দুই দেশের মধ্যে কনটেইনার রেল চলবে। এই যোগাযোগ তৈরি হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর