thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

কাজীপাড়ায় কারখানায় আগুন : দগ্ধ মাইনুদ্দিনের মৃত্যু

২০১৮ এপ্রিল ০৪ ১১:৩২:২৪
কাজীপাড়ায় কারখানায় আগুন : দগ্ধ মাইনুদ্দিনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাজীপাড়ার একটি এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মাইনুদ্দিন (২১) মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তিনজনই মারা গেলেন।

বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ১০টায় আল আমিন (১৯), গত শনিবার বিকেল ৪টায় মাসুম (১৭) নামে দগ্ধ দুই শ্রমিক ঢামেক হাসপাতালে মারা যান।

গত শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব কাজীপাড়ার ১৩/১ নম্বর বাসায় গড়া ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দুজনকে সুস্থ এবং তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। ভোর ৪টা নাগাদ আগুন নেভানো হয়। ভোর ৪টায় ঢামেকের বার্ন ইউনিটে দগ্ধ তিন শ্রমিককে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর