thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

ভারতের পররাষ্ট্রসচিব আসছেন বিকেলে

২০১৮ এপ্রিল ০৮ ১০:৫০:৩৯
ভারতের পররাষ্ট্রসচিব আসছেন বিকেলে

দ্য রিপোর্ট ডেস্ক : তিস্তা পানিবণ্টন, রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল।

রবিবার (৮ এপ্রিল) বিকেলে পৌঁছাবেন তিনি।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দ্বিপক্ষীয় আলোচনায় বসতে পারেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বৈঠকে চলমান রোহিঙ্গা সঙ্কটে ভারতের জোরালো সহযোগিতা চাইবে বাংলাদেশ।

বিজয় কেশবের এ সফরে কয়েকটি সমঝোতা স্মারকও (এমওইউ) সই হতে পারে।

ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর বিজয় কেশবের এটিই প্রথম বাংলাদেশ সফর।

চলতি মাসের মাঝামাঝি লন্ডনে কমনওয়েলথ সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এ অবস্থায় গোখেলের ঢাকা সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর