thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

বিমান বিধ্বস্তে আহত এ্যানী বাড়ি ফিরছেন আজ

২০১৮ এপ্রিল ১০ ০৯:৫৯:৪৫
বিমান বিধ্বস্তে আহত এ্যানী বাড়ি ফিরছেন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নেপালে ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আলীমুন নাহার এ্যানী বাড়ি ফিরবেন।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এ্যানীই সর্বশেষ ব্যক্তি হিসেবে বাড়ি ফিরছেন।

তিনি বলেন, ‘আজ বেলা ১১টার মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে। এরপর সে বাড়ি ফিরে যেতে পারবে।’

এর আগে সোমবার তিনি বলেছিলেন, ‘এ্যানীর শারীরিক অবস্থা ভালো। মানসিক অবস্থা স্বাভাবিকভাবেই খারাপ হতে পারে। কারণ তার স্বামী-সন্তান মারা গেছে। তবে তাকে পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করবো।’

এ্যানীর স্বামীর পরিবারে শুধু তার শ্বাশুড়ী বেঁচে আছেন। বাবা-মায়ের দুই মেয়ের মধ্যে এ্যানী বড়। তার ছোট বোন নবম শ্রেণিতে পড়ে।

প্রসঙ্গত, ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ৭১ আরোহী নিয়ে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। এই ঘটনায় এ্যানী তার স্বামী ফারুক আহমেদ প্রিয়ক ও কন্যা তামাররা প্রিয়ন্ময়ীকে হারায়। এ্যানী ও তার অন্য দুই সঙ্গী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানকে ১৬ মার্চ নেপাল থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয়। গত ২৮ মার্চ বাড়ি ফেরেন স্বর্ণা ও মেহেদী।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর