thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

কোটা আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে

২০১৮ এপ্রিল ১১ ১১:০১:০৫
কোটা আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তারা। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গ্রীন রোড ও পান্থপথ মোড় অবরোধ করেন।

অ্যাম্বুলেন্স ছাড়া সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে তীব্র আকার ধারণ করেছে যানজট। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর শিক্ষার্থী দিপু গণমাধ্যমকে বলেন, অতিদ্রুত কোটা সংস্কার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

তিনি এসময় আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর শিক্ষার্থী রাশেদ বলেন, দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না। সরকারকে আমাদের প্রাণের দাবি মেনে নিতে হবে।

এর আগে মঙ্গলবার আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক অবরোধ করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর