thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কোটা সংস্কার : জাবি শিক্ষার্থীদের আরিচা সড়ক অবরোধ

২০১৮ এপ্রিল ১১ ১১:৪৩:১৩
কোটা সংস্কার : জাবি শিক্ষার্থীদের আরিচা সড়ক অবরোধ

জাবি প্রতিনিধি : কোটা সংস্কারের দাবি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখ হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জমায়েত বাড়তে থাকে।

সকাল ১০ টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে থামে। পরে সকাল সাড়ে দশটা থেকে অবরোধ শুরু করে কয়েক হাজার শিক্ষার্থী।

মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধান ফটকের সামনের বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এর আগে গত সোমবার (৯ এপ্রিল) কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ ও নিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর