thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কোটা থাকবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

২০১৮ এপ্রিল ১১ ১৩:৩২:১৪
কোটা থাকবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বুধবার (১১ এপ্রিল) দুপরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে জাকির হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সকালে তার বাসভবন গণভবনে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ফেসবুকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন লিখেন, ‘বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রসমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করি। তিনি বলেন, সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। আমাদের অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।’

এদিকে, বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কোটা সংস্কার নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার। এসময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত।

দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়। তাই সবাইকে তিনি দায়িত্বজ্ঞানহীন কথা না বলার আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর