thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল : ঢাবি ভিসি

২০১৮ এপ্রিল ১১ ১৩:৪৬:৩৫
কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল : ঢাবি ভিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। তাছাড়া কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

ভিসি বলেন, সংস্কার এমন একটি বিষয় যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে যায়। বিশ্ববিদ্যালয় সবসময় সংস্কার চায়। আমরা যৌক্তিক ভাবে মনে করি সংস্কারের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হবে, ততই সবার জন্য মঙ্গল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সরকারকে বলাও হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিকে আমরা অন্যদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর