thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কোটা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী, ধৈর্য ধরুন : কাদের

২০১৮ এপ্রিল ১১ ১৩:৫৬:৫৩
কোটা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী, ধৈর্য ধরুন : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোটা সংস্কার নিয়ে সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১১ এপ্রিল) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার। এসময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত। দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উসকানিমূলক হয়। তাই দায়িত্বজ্ঞানহীন কথা বলা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল রাষ্ট্রের সুফল জনগণ না পেলে তা ফলপ্রসূ হবে না। তাই ক্ষমতার দাপট দেখাবেন না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। নির্বাচনী প্রচারণায় তাই সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর