thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

আজ সকাল ১০টায় সিদ্ধান্ত

২০১৮ এপ্রিল ১১ ১৯:১৬:৩৮
আজ সকাল ১০টায় সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোটাপদ্ধতি বাতিলের বিষয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করবে আন্দোলনকারীরা এরপর আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তাদের সিদ্ধান্ত জানাবেন। এই প্রসঙ্গে রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার সন্ধ্যায় ৬টা ১০মিনিটে আন্দোলনাকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক সাংবাদিকদের বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আজ রাতে আমরা ভালোভাবে শুনবো। বিচার বিশ্লেষণ করবো।

প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, সেটা বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানাবো। আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের সবাইকে কাল সকাল ১০টায় আসার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম আহ্বায়ক।

আন্দোনকারী শিক্ষার্থীরা বলছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমাদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৈঠক বসেছেন। তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন।’

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।’
দ্য রিপোর্ট / টিআইএম/১১ এপ্রিল,২০১৮

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর