thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

সৌদি আরব ও লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০১৮ এপ্রিল ১২ ১৩:১৮:৩৩
সৌদি আরব ও লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৫তম কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি গাল্ফ শিল্ড ওয়ান শীর্ষক এক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব যাবেন। ১৫ এপ্রিল তিনি সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন। সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান শেষে ১৬ এপ্রিল লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন। ১৮ এপ্রিল কমনওয়েলথের বৈঠকে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির মধ্যে লন্ডনে বৈঠক আশা করছেন তারা। তিনি বলেন, ‘তবে, এখনও সময় নির্ধারিত হয়নি। এটা একটি চলমান প্রক্রিয়া।’

তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইল তিনি বলেন, ‘সব বিষয় নিয়ে আলোচনা হবে।’

রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং এখান থেকে তারা মিয়ানমারে যাবে।’

রোহিঙ্গা বিষয়ে রাশিয়ার অবস্থানে বাংলাদেশ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবাই আছে। তারা যখন আসবে, তখন আলাপ করা যাবে।’

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আগে বাংলাদেশ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

সৌদি আরবের সামরিক মহড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহড়া মার্চের ১৮ তারিখ শুরু হয়েছে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল এই মহড়ায় অংশ নিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোপূর্বে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোটে অংশগ্রহণ করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর