thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

২০১৮ এপ্রিল ১২ ১৪:০৭:২৯
মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১১ এপ্রিল নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মার্চ থেকে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯৪৩ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ এক হাজার ১২৮ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে পপুলার লাইফের শেয়ার দর ৭৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১১৮ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ার দুইটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর