thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

২০১৮ এপ্রিল ১৩ ১০:২৭:১৫
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলা নতুন বছর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশি আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন।

নববর্ষের শুভেচ্ছা বার্তাএতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার জনগণের পক্ষ থেকে বিশ্বের সব বাঙালিকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশ, ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে যারা নতুন বছরকে স্বাগত জানাতে একত্র হচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা।’

মাতৃভাষা হিসেবে বাংলায় কথা বলা সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য পহেলা বৈশাখ তাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের সুযোগ মন্তব্য করে এতে বলা হয়, নান্দনিক শোভাযাত্রা, মেলা আর নাচের মধ্য দিয়ে এই উদযাপন করা হয়ে থাকে।

নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, জাতি এবং সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা রাখায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটিকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। নতুন বছরে সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ‘শুভ নববর্ষ’ জানানো হয় বিবৃতিতে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর