thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

২০১৮ এপ্রিল ১৪ ১৩:৪৫:৩৪
পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : পল্লবীর সবুজবাগে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসমিন আক্তার (২৭)। এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে চারজনের মৃত্যু হল।

শনিবার (১৪ এপ্রিল) ভোর ৪টায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন জাকির হোসন বলনে, ইয়াসমিন ভোরে মারা গেছেন। তার লাশ মিরপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে একই ঘটনায় তার মেয়ে মারা গেছেন।

গত ২৭ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে পল্লবীর (মিরপুর ১২ নম্বর সেকশন) ডি ব্লকের ১৯ নম্বর সড়কের ১৯/৪৩ ছয় তলা ওই বাড়ির নিচতলার গ্যারেজের রিজার্ভ পানির ট্যাংকে এই বিস্ফোরণ ঘটে। এতে নারী-শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়। তারা হলেন, বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০) ও তার স্ত্রী হাসিনা আরা খানম (৬০) , ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (২৭) ও তার মেয়ে রুহীকেও (৩)।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর