thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

হাত বিচ্ছিন্ন ও মস্তিষ্কের আঘাতেই রাজীবের মৃত্যু

২০১৮ এপ্রিল ১৭ ১৩:৪০:২০
হাত বিচ্ছিন্ন ও মস্তিষ্কের আঘাতেই রাজীবের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাত বিচ্ছিন্ন ও মস্তিষ্কের আঘাতেই দুই বাসের চাপায় হাত হারানো কলেজ ছাত্র রাজীবের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

প্রদীপ বিশ্বাস বলেন, আমিসহ কয়েকজন চিকিৎসক মিলে নিহত রাজীবের ময়নাতদন্ত সম্পন্ন করেছি। হাত বিচ্ছিন্ন ও মস্তিষ্কের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

রাজীবের মামা জাহিদুল ইসলাম জানান, ঢামেক হাসপাতালে সব প্রক্রিয়া শেষে নামাজে জানাজার জন্য হাইকোর্ট প্রাঙ্গনে নেওয়া হবে রাজীবের মরদেহ। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

এসময় ঢামেক হাসপাতালে রাজীবের দুই ছোট ভাই মেহেদি হাসান ও আব্দুল্লাহসহ অসংখ্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর