thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

২০১৮ এপ্রিল ১৭ ১৩:৫০:০৭
রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীবের মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে ঘাতক বাসচালকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

যাত্রী অধিকার অন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, রাজধানীর গণপরিবহনগুলোর চালকরা এতটাই বেপরোয়া হয়েছে যে মানুষের প্রাণ এখন তাদের কাছে কিছুই না। তারা রাস্তায় মানুষের জীবন নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠে। যার জ্বলন্ত প্রমাণ কলেজছাত্র রাজীব হোসাইনের মৃত্যু, গৃহবধূ আয়েশা খাতুনের মেরুদণ্ড ভাঙা ও বেসরকারি চাকরিজীবী রুনা আক্তারের পা থেতলে যাওয়া।

তিনি বলেন, আমরা বহুদিন ধরে দাবি তুলে আসছি রাজধানীর পরিবহনে নৈরাজ্য বন্ধ করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তখন ব্যবস্থা নিলে আজ রাজীবকে বলি হতে হতো না।

অবস্থান কর্মসূচি থেকে যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে এ সময় ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. রাজীব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সব সড়কে দুর্ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে হবে।

২. যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিতে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে।

৩. সারাদেশে গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে। রাজধানীসহ দেশের নগর-মহানগর ও আন্ত:জেলার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে হবে এবং দূর পাল্লা পরিবহনে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দিতে হবে।

৪. নামে-বেনামে চালু হওয়া সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিআরটিএ’র অনুমতিক্রমে কিছু স্পেশাল পরিবহন চলাচল করতে পারে, তবে অবশ্যই যথাযত মানের হতে হবে।

৫. গণপরিবহনের ভাড়া সমতা আনতে হবে। প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে।

৬.পরিবহন নৈরাজ্য বন্ধে বিআরটিএ’কে নিয়মত কার্যকর অভিযান পরিচালনা করতে হবে এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। নারী হয়রানি শিকার হলে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৭. প্রাইভেট পরিবহনের চাপ কমাতে উন্নতমানের এসি, নন-এসি সার্ভিস চালু করতে হবে।

৮. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য ইন্স্যুরেন্স চালু করতে হবে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুক ইসলাম, মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী, সদস্য মাইন উদ্দিন আরিফ, মনিরুল ইসলাম, মাহফুজ হাসান, এস এম সজীব, বান্না, রাকীব, এনামুল হক, হুমায়ন,আবির, শোয়েব প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর