thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়াবে গোল্ডেন হার্ভেস্ট

২০১৮ এপ্রিল ১৯ ১৪:১০:১০
সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়াবে গোল্ডেন হার্ভেস্ট

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়াবে। বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিম লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়াবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে পারবে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা তুলে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এক্ষেত্রে ১ কোটি ৫০ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা, বিদ্যমান শেয়ারহোল্ডার আহমেদ রাজিব সামদানির কাছে ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩ কোটি টাকা এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে ৫ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫২ কোটি টাকা উত্তোলন করা হবে।

পরিশোধিত মূলধন বৃদ্ধির পরে সাবসিডিয়ারি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের ৪৫ শতাংশ মালিকানা হবে গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর। এছাড়া ৩ শতাংশের মালিকানা আহমেদ রাজিব সামদানি এবং ৫২ শতাংশের মালিকানা হবে বিদ্যমানের বাইরে থাকা শেয়ারহোল্ডাররা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর