thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন : হানিফ

২০১৩ নভেম্বর ০৮ ১৩:৪০:৩৪
সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন : হানিফ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সঠিক সময়েই নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই, সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ জানান, ‘সংবিধান মোতাবেক আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দলীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করছি।’

আলোচনা সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লা বলেন, ‘বর্তমানে দেশকে আমরা ইলেকশন মুডে নিয়ে এসেছি। কারো মনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ রাখার অবকাশ নেই।’

নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল দলকে আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও বিএনপির পক্ষ থেকে সংলাপের সাড়া পায়নি। তবে বিএনপিকে আমরা বলতে চাই আপনাদের জন্য এখনো সংলাপের দরজা বন্ধ হয়নি, উদার মনোভাব নিয়ে দরজা খোলা রেখেছি।’

চলতি সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে তিনি জানান, ‘বিএনপির সঙ্গে নির্বাচনকালিন সরকারব্যবস্থা নিয়ে সমঝোতা এবং মতামত বিনিময়ের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আপনারা সংসদে এসে নিজেদের মতামত তুলে ধরবেন।’

কাজী জাফরউল্লা বলেন, ‘আমাদের কাছে খবর আছে ভেতরে ভেতরে বিএনপি ১৮ দলীয় জোটকে সঙ্গে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রার্থী ঠিক করছে। বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে নির্বাচনে অংশ নিতে উৎসুক।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এ/এমসি/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর