thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দুদকে হাজিরা : তৃতীয়বার সময় পেলেন এ কে আজাদ

২০১৮ মে ০৯ ১৪:৩৮:১৭
দুদকে হাজিরা : তৃতীয়বার সময় পেলেন এ কে আজাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হতে তৃতীয়বারের মতো সময় পেলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। এবার ২২ মে তাকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (৯ মে) সকালে এ কে আজাদের দুদকে হাজির হওয়ার কথা ছিল।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, ২৯ এপ্রিল দরখাস্তের মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছিলেন আজাদ। সেই প্রেক্ষিতে তাকে ২২ মে তলব করা হয়েছে।

গত ২৪ এপ্রিল দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর স্বাক্ষর করা চিঠিতে দ্বিতীয়বারের মতো ডাকা হয় আজাদকে। কিন্তু এরমধ্যে ২৯ এপ্রিল তিনি দরখাস্তের মাধ্যমে সময় চাইলে তাকে ২২ মে হাজির হতে বলে দুদক।

অবৈধ সম্পত্তির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে প্রথমে গত ২১ মার্চ চিঠির মাধ্যমে ৩ এপ্রিল এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতিকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু অসুস্থতাজনিত চিকিৎসার কাজে তিনি যুক্তরাষ্ট্রে থাকায় সেদিন দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ৯ মে ডাকা হয়েছিল আজাদকে।

গত ২০ মার্চ অনুমোদিত নকশা না থাকার অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর