thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বাড্ডায় ক্যাবল ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্রসহ আটক ৩

২০১৮ মে ১০ ০৮:৫৫:২৭
বাড্ডায় ক্যাবল ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্রসহ আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার আলাতু‌ন্নেসা স্কু‌ল-সংলগ্ন জাগরণী ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে ক্যাবল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে বাবু (২৭) নিহতের ঘটনায় তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টা পর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাদের আটক করে পুলিশ।

বুধবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরায়শী।

ঘটনাস্থল থেকে তিনি বলেন, ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনজনের মধ্যে একজন প্রধান। সে জানিয়েছে- এ ঘটনায় তাদের সঙ্গে আরও সহযোগী ছিল। তার দেয়া তথ্য অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রাথমিকভাবে আটক তিনজনের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে একাধিকবার বাড্ডা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার আলাতু‌ন্নেসা স্কু‌ল-সংলগ্ন জাগরণী ক্লাবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে খুন হন ক্যাবল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে বাবু।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর