thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

গণকারফিউ দেওয়ার হুমকি মওদুদের

২০১৩ নভেম্বর ০৮ ১৪:০৭:০১
গণকারফিউ দেওয়ার হুমকি মওদুদের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকারকে গণকারফিউ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার যদি নির্দলীয় সরকারের বিষয়ে আলোচনা ও সমঝোতায় না আসে, তাহলে ১৯৯৪-৯৫ সালে আওয়ামী লীগ যেসব কর্মসূচি পালন করেছে তার একটিও বাদ দেয়া হবে না, সব করা হবে। এক্ষেত্রে লাগাতার হরতাল, অসহযোগ, অবরোধ, ঘেরাও এমনকি গণকারফিউ দেওয়া হবে।’

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে নির্বাচন অপরিহার্য এবং সে নির্বাচন যদি করতে হয় তা নির্দলীয় সরকারের অধীনে করতে হবে। আওয়ামী লীগ যদি গণতন্ত্রকে রক্ষা করতে না পারে তাহলে আবার ১৯৭৫-এর মতো কলঙ্ক নিতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী কখনো সংলাপ কখনো আলোচনার কথা বলেন। কিন্তু এই আলোচনা ফলপ্রসু করতে সরকারের সদিচ্ছা নেই। সরকারের আন্তরিকতা থাকতে হবে। যদি এটাকে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার জন্য কৌশল হিসেবে গ্রহণ করে, তাহলে সে প্রক্রিয়ায় আপনাদের পরাজয় হবে।

মওদুদ বলেন, আওয়ামী লীগ বলছে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এটা হবে অন্তর্বর্তী সরকারের মতো। আবার তারা বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু জানতে হবে সংবিধানে অন্তর্বর্তী বলতে কিছু নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ মিয়া ও মো. আনোয়ার প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এসআর/এমসি/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর