thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ছায়ানটের নৃত্য উৎসব শুরু হচ্ছে সন্ধ্যায়

২০১৩ নভেম্বর ০৮ ১৫:৪৬:৩৮
ছায়ানটের নৃত্য উৎসব শুরু হচ্ছে সন্ধ্যায়

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শাস্ত্রীয় নৃত্যকলা মানুষের দেহের ছন্দ, সুষমা ও সামঞ্জস্যের সমন্বয়ে এক আশ্চর্য নান্দনিক প্রকাশ। এই অনুভব নিয়ে ছায়ানটে শুক্রবার বিকেলে শুরু হচ্ছে দু'দিনের নৃত্যোৎসব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উৎসবের কর্মসূচি জানানো হয়। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে সন্ধ্যা সোয়া ৬টায় উৎসব শুরু হবে।

এই উৎসবে মণিপুরী ভারতনাট্যম, ওড়িশী, কত্থক ও গৌড়ীয় নৃত্য পরিবেশ করা হবে। সংস্কৃতির এই মিলন মেলায় যোগ দিচ্ছেন দেশের গুণী নৃত্যশিল্পীরা। দলীয় নৃত্যে অংশ নিচ্ছে ৮টি দল। এই নৃত্যোৎসবের মূল লক্ষ্য শাস্ত্রীয় নৃত্যের উৎস, পরম্পরা, চেনা-জানা সম্পর্কে সম্যক উপলব্ধি ও বোধ সঞ্চার এবং নৃত্যচর্চাকারী ও নৃত্যরসপিপাসু দর্শকদের মাঝে এক নিবিড় যোগসূত্র প্রতিষ্ঠা। উপমহাদেশের নৃত্যকলা নিয়ে ছায়ানটের এটি চতুর্থ উৎসব।

ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের মণিপুরী নৃত্যকলা বিভাগের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানিয়েছেন।

(দিরিপোর্ট২৪/কেএম/এইচএসএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর