thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় বহন করতে চায় বিএনপি

২০১৮ জুন ১২ ১৩:২০:২৫
খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় বহন করতে চায় বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আবারও দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার সকল ব্যয় দলের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসার জন্য সকল ব্যয় দল বহন করবে। অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হউক।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। তার কিছু হলে সরকারের পরিণাম শুভ হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর