thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মির্জা ফখরুল দেশে ফিরেছেন

২০১৮ জুন ১২ ১৯:৩৮:১৮
মির্জা ফখরুল দেশে ফিরেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী এ তথ্য জানান।

ইউনুছ আলী জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা ফখরুল সোয়া ছয়টার দিকে ঢাকায় পৌঁছান।

মির্জা ফখরুল গত সপ্তাহে লন্ডন সফরে যান। ৩ জুন তিনি ঢাকা ত্যাগের আগে বলেছিলেন, তিনি ব্যাংকক যাচ্ছেন। লন্ডন যাত্রার বিষয়টি গুজব। কিন্তু ব্যাংকক থেকে গত সপ্তাহের শেষ দিকে ঠিকই তিনি লন্ডন যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। সেখানে একটি সেমিনারেও অংশ নেন মির্জা ফখরুল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর