thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঈদের ছুটি শেষে পুঁজিবাজারের লেনদেন চালু ১৮ জুন

২০১৮ জুন ১৪ ১২:২২:৪২
ঈদের ছুটি শেষে পুঁজিবাজারের লেনদেন চালু ১৮ জুন

দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুঁজিবাজার বুধবার (১৩ জুন) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী সোমবার (১৮ জুন) থেকে যথারীতি লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামীকাল ১৩ জুন, বুধবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। ওইদিন পবিত্র শবে কদর উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। আর ১৪ জুন, বৃহস্পতিবার একদিন বিশেষ ছুটি ঘোষণা করেছে ডিএসই পরিচালনা পর্ষদ।

তাই আগামীকাল ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।

আগামী ১৮ জুন, সোমবার থেকে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে কর্মদিবস শুরু হবে। ওইদিন থেকে ডিএসইর লেনদেন আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর