thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার: কাদের

২০১৮ জুন ১৯ ১৮:৫০:৫০
বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার।’ তিনি আরো বলেন, ‘কোনো চক্রান্তই সফল হবে না।’

মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। ২৩ জুন আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিক এবং ৭ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ২৩ জুন আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন ঘিরে ‘বিএনপির কর্মকাণ্ড’ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। ঢাকায়ও এইখানে ওইখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্রই টিকবে না। দেশের জনগণ প্রতিরোধ করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী এলাকায় না গিয়ে তারা এখন বিদেশে গিয়ে ধর্না দিচ্ছে। কূটনীতিকদের সাথে ধর্না দিচ্ছে। দ্বারে দ্বারে গিয়ে নালিশ করছে। দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। তারাই বিদেশিদের কাছে ঘন ঘন গিয়ে নালিশ করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। তারা নির্বাচনে না আসলে না আসুক। আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তাদের আসার পথে কোনো বাধা না। অংশগ্রহণের জন্য সংলাপ কোনো গণতান্ত্রিক দেশে আছে?’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি, অথচ সামরিক হাসপাতালের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আস্থা নেই দলটির।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর